ধারণা করা হচ্ছে, সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের মামলায় যেসব সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাদের এই কারাগারে রাখা হতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওই পরোয়ানা জারির পর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ১৫ জন হেফাজতে আছে বলে জানানো হয়েছে।
মানবতাবিরোধী অপরাধ
ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গুমের দুই মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরই ধারাবাহিকতায় আজ সকালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, সংশোধিত আইন অনুযায়ী তারা কোনো পদে থাকতে পারবেন না।
এ মামলায় ইতিমধ্যে অন্যতম আসামি সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন আওয়ামী লীগ সময়ে শেখ হাসিনাসহ তার ১৫ বছরের হত্যা, গুম,খুনসহ সবশেষ জুলাই গণহত্যায় এ মামলার রাজসাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জুলাই-আগস্টে সারা দেশে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।